ডিপ্লোমা ইন আকীদা অ্যান্ড মানহাজ
আকীদা ও মানহাজ বিষয়ক ডিপ্লোমা কোর্স (বেসিক টু অ্যাডভান্সড কোর্স)
[২য় ব্যাচে ভর্তি চলছে। ক্লাস শুরু হবে ২০ এপ্রিল ২০২৫, ইন-শা-আল্লাহ]
কোর্স পরিচিতি:
‘ডিপ্লোমা ইন আকীদা অ্যান্ড ম্যাথলজি’ কোর্সটি আকীদা ও মানহাজ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জনের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এই কোর্সে ইসলামের মৌলিক বিশ্বাস ও আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা ও মানহাজ বিস্তারিতভাবে পড়ানো হবে। কোর্সটির মাধ্যমে শিক্ষার্থীরা ইসলামের মূল ভিত্তি, ইসলামের বিশুদ্ধ তত্ত্ব এবং সালাফদের আদর্শ অনুসরণ করে সঠিক মানহাজ সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করবেন। তাই কোর্সটি মুসলিমদের মধ্যে ইসলামের প্রকৃত আকীদা ও মানহাজ প্রতিষ্ঠা এবং ইসলামিক জ্ঞান বিকাশে সহায়ক হবে।
দারস প্রদান করবেন
ড. আব্দুল বাসির বিন নওশাদ
পিএইচডি, দাওয়াহ ও উসূলুদ্দীন অনুষদ,
মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদি আরব।
কোর্সটি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য
- কোর্সের মেয়াদ ১৬ মাস।
- এক সেমিস্টার ৮ মাস মেয়াদে, ২ সেমিস্টারে বিভক্ত।
- প্রথম সেমিস্টারে ৫টি এবং দ্বিতীয় সেমিস্টারে ৫টি, মোট ১০ টি সাবজেক্ট।
- প্রতি সাবজেক্টে পাশ মার্ক ৫০% (পূর্ণ নম্বরের কমপক্ষে অর্ধেক পেতে হবে)।
- কৃতকার্য সকল শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করা হবে।
কোর্সটি যাদের জন্য
- মাদ্রাসার ছাত্র/ছাত্রী
- জেনারেল ছাত্র/ছাত্রী
- দ্বীনি জ্ঞান অর্জনে আগ্রহী যেকোনো মুসলিম
কোর্স কাঠামো জন্য
কোর্সটি দু’টি লেভেলে বিভক্ত, যেখানে আকীদা ও মানহাজের ওপর গুরুত্বপূর্ণ ১০টি একাডেমিক বই পড়ানো হবে।
➜ লেভেল – ১ (বেসিক)
➜ লেভেল – ২ (অ্যাডভান্সড)
📅 সময়সীমা: প্রতি লেভেল আনুমানিক ৮ মাস (মোট ১৬ মাস)
ক্লাস পদ্ধতি
প্রতিটি সাবজেক্টের কলেবর অনুযায়ী ০২ – ১০ টি লাইভ ক্লাস হবে। প্রতি সাবজেক্টের পড়া শেষে পিডিএফ ফাইল দেয়া হবে এবং প্রতি লাইভ ক্লাসের ভিডিও সংরক্ষিত থাকবে। কেউ চাইলে শীটের সাথে মিলিয়ে আবার স্টাডি করতে পারবেন এবং ক্লাস শেষে শাইখকে সরাসরি প্রশ্নোত্তর করার সুযোগ থাকবে।
পরীক্ষা পদ্ধতি
প্রত্যেক সাবজেক্ট শেষে MCQ পদ্ধতিতে ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে, যার তারিখ সকলের সাথে পরামর্শ করে আগেই জানিয়ে দেওয়া হবে ইনশা-আল্লাহ। সংশ্লিষ্ট সাবজেক্টের বই এবং প্রদত্ত শীটের সাহায্যে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে।
লেভেল - ১ (বেসিক) - এর পাঠ্য বইয়ের তালিকা
১. নাওয়াক্বেযুল ইসলাম, ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব।
২. আল-কাওয়াইদুল আরবা’আ, ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব।
৩. আল-উসূলুস সালাসাহ ওয়া-আদিল্লাতুহা, ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব।
৪. কাশফুশ শুবহাত, ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব।
৫. উসূলুস সুন্নাহ, ইমাম আহমাদ ইবনে হাম্বাল।
লেভেল ২ (এডভান্সড)-এর পাঠ্য বইয়ের তালিকা
১. কিতাবুত তাওহীদ, ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওহহাব।
২. আল-আকীদাহ আল-ওয়াসেতিয়াহ, ইমাম ইবনে তাইমিয়া।
৩. আল-কাওয়াইদুল মুসলা ফী আসমা ইল্লাহি ওয়াসিফাতিহিল উলয়া, ইমাম ইবনে উসাইমীন।
৪. আল-আকীদাহ আত-ত্বহাবিয়াহ, ইমাম আবূ জাফর আত-ত্বহাবী।
৫. শারহুস সুন্নাহ, ইমাম হাসান ইবনে আলী আল-বারবাহারী।
কোর্সের বিশেষ সুবিধাসমূহ
- সরাসরি ইউটিউব/জুমের মাধ্যমে লাইভ ক্লাস।
- প্রতিটি লেভেলে সফলভাবে সমাপ্তিতে সনদ/ইজাযা প্রদান।
- প্রয়োজনীয় PDF/সফটকপি বিনামূল্যে সরবরাহ।
- পুরুষ ও মহিলা উভয়ের জন্য রেজিস্ট্রেশন উন্মুক্ত।
- প্রতি ক্লাস প্রশ্নোত্তর পর্ব।
কোর্স ফি ও রেজিস্ট্রেশন
- রেজিস্ট্রেশন ফি: সম্পূর্ণ ফ্রি
- মাসিক ফি: ২০০ টাকা মাত্র
- ১ম লেভেলের ফি: ১৬০০/- টাকা (একবারে পরিশোধে সক্ষম নাহলে ৮০০ টাকা করে দু’বারে পরিশোধের সুযোগ রয়েছে)।
- ২য় লেভেলের ফি: ১৬০০/- টাকা (একবারে পরিশোধে সক্ষম নাহলে ৮০০ টাকা করে দু’বারে পরিশোধের সুযোগ রয়েছে)।
সনদ/ইজাযা ও ডিপ্লোমা সার্টিফিকেট প্রিন্ট
- প্রতি কিতাবের লেখক পর্যন্ত সনদ/ইজাযা বাবদ: ৫০/- টাকা।
- ১ম লেভেলের সার্টিফিকেট প্রিন্ট বাবদ: ১০০/- টাকা। (হার্ডকপি প্রদান)
- ২য় লেভেলের সার্টিফিকেট প্রিন্ট বাবদ: ১০০/- টাকা। (হার্ডকপি প্রদান)
- যারা দেশের বাইরে থাকেন চাইলে সার্টিফিকেটের সফটকপি নিতে পারবেন
দারসের সময়সূচি
📅 প্রতি সপ্তাহে ১ দিন, মঙ্গবার
🕘 বাদ এশা (১ ঘণ্টা +)
কীভাবে রেজিস্ট্রেশন করবেন?
- QR কোড স্ক্যান করুন অথবা নির্ধারিত লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করুন।
- ১ম লেভেলের পূর্ণাঙ্গ ফি ১৬০০/- অথবা অর্ধেক ফি ৮০০ টাকা প্রদান করে রেজিস্ট্রেশন নিশ্চিত করুন।
ভর্তি পদ্ধতি
ভর্তি হওয়ার জন্য প্রথমে আপনাকে সেমিস্টার ফি পরিশোধ করতে হবে। তারপর পেমেন্ট ফর্মে ব্যবহৃত ইমেইল এ্যাড্রেস দিয়ে ‘আল-ইহসান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট’-এর লগইন ওয়েবাসাইট -এ একাউন্ট খুলতে হবে। এরপর ইনস্টিটিউট-এর পক্ষ থেকে আপনার ভর্তি কার্যক্রম সম্পন্ন করে নেবো। ভর্তি সম্পন্ন হয়ে গেলে আপনার ড্যাশবোর্ডে সকল তথ্য দেখতে পাবেন এবং ক্লাস শুরু করতে পারবেন।
📞যোগাযোগ: +880 1৬২০-৯৮৫৩৫৮
ইমেইল: alehsaniibd@gmail.com
হটলাইন: 01620-985358 (বিকাল ৪ টা থেকে রাত ১০ টা পর্যন্ত)
