About Al-Ehsan International Institute (AEII)
معهد الإحسان الدولي بداكا، بنغلاديش
আল-ইহসান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট
ইনস্টিটিউট-এর লক্ষ্য-উদ্দেশ্য
আন্তর্জাতিক মানসম্পন্ন একটি আধুনিক ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান। যেখানে সকল ক্লাসের শিক্ষার্থীরা নিরাপদ ও আনন্দঘন পরিবেশে প্রয়োজনীয় দ্বীনি ও পার্থিব বিষয়ে জ্ঞান অর্জন করবে, যা পরবর্তীতে দেশে ও বিদেশে তাদের উচ্চশিক্ষা অর্জনের একটি সুদৃঢ় বুনিয়াদ হিসেবে কাজ করবে ইনশা-আল্লাহ। ইনস্টিটিউট-এর লক্ষ্য-উদ্দেশ্য নিম্নরূপ:
- দেশ-বিদেশ থেকে ডিগ্রিপ্রাপ্ত শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠদান।
- দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষায় সহযোগিতা করা।
- ইসলামের মৌলিক আদর্শের প্রচার ও গবেষণা করা।
- বই-পুস্তক, লীফলেট সংকলন, অনুবাদ ও প্রকাশ করা।
- বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলা।
- সাংস্কৃতিক জ্ঞান প্রতিযোগিতার মাধ্যমে সর্বোস্তরে আলো ছড়ানো।
- গবেষণা, প্রকাশনা, পাঠাগার এবং উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা।
- ভ্রাতৃত্বের বন্ধনকে সমাজে সুদৃঢ় করা এবং পারস্পরিক সুসম্পর্ক গড়ে তোলা।
- মহাপুরুষদের বিশুদ্ধ কর্মপন্থা ও চিন্তা-চেতনার উপরে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলা।
- ইনস্টিটিউট-এর লক্ষ্য-উদ্দেশ্য সদৃশ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে সহযোগিতা, সমন্বয় ও কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে গুণগত শিক্ষা নিশ্চিত করা।

- প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম শিশুশ্রেণি থেকে উচ্চতর স্তর (হায়ার সেকেন্ডারি) পর্যন্ত প্রসারিত।
- স্বতন্ত্র হিফযুল কুরআন কার্যক্রম ও আফটার স্কুল হিফযুল কুরআন কোর্স পরিচালনা করা।
- বহুবিধ দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আরবি, ইংরেজি ও বাংলায় বক্তৃতা, বির্তক ও লেখনীর প্রশিক্ষণ।
- একাডেমিক ও শারিয়া বিষয়ক (সাইন্টিফিক) বিভিন্ন কোর্স পরিচালনা
- পুরুষ ও মহিলা সকলের জন্য আরবি শেখার সুযোগ নিশ্চিত করা।
- বিষয়ভিত্তিক বিভিন্ন মেয়াদে সকলের জন্য ইসলাম শেখার বিভিন্ন কোর্স পরিচালনা করা।
- গবেষণাগার প্রতিষ্ঠার মাধ্যমে বই-পুস্তক ও লীফলেট সংকলন, অনুবাদ ও প্রকাশ করা।
- বই-পুস্তক ও গবেষণাপত্র অনুবাদ ও প্রকাশনার লক্ষ্যে ‘অনুবাদ ও সম্পাদনা পরিষদ’ গঠন।
- ইসলামিক একাডেমিক শিক্ষার পাশাপাশি জনসেবামূলক কার্যক্রম পরিচালনা।
- শরিয়ত সম্মতভাবে যাকাত আদায়ের লক্ষ্যে যাকাতের সুনির্দিষ্ট খাতে ব্যয় নিশ্চিত করা।

- মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রিপ্রাপ্ত শিক্ষকমণ্ডলী দ্বারা পরিচালিত।
- ছাত্র/ছাত্রীকে আরবি ও ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনে সক্ষম করে তোলা।
- সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের শিশুদের দ্বীনের মৌলিক বিষয়ে শিক্ষাদান পদ্ধতির অনুসরণ।
- কুরআন ও সুন্নাহর আলোকে বাচ্চাদের আখলাক ও শিষ্টাচার শেখানো।
- তাজবীদের প্রয়োজনীয় জ্ঞানসহ বিশুদ্ধভাবে কুরআন পাঠের প্রশিক্ষণ।
- প্রত্যেক ছাত্র/ছাত্রীর নূন্যতম ১ পারা কুরআন হিফয বাধ্যতামূলক।
- পঞ্চম শ্রেণি পর্যন্ত বাছায়কৃত বিশুদ্ধ ২০০টি হাদীস মুখস্ত করানো।
- বাচ্চাদেরকে বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলার চেষ্টা অব্যাহত থাকবে।
- বহুবিধ দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আরবি, ইংরেজি ও বাংলায় বক্তৃতা, বির্তক ও লেখনীর প্রশিক্ষণ।
- ‘আল-ইহসান ইন্টারন্যাশনাল একাডেমি ফর চিলড্রেন’ নামক আন্তর্জাতিক মানের শিশুশিক্ষা প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা।
- পুরুষ ও মহিলা সকলের জন্য আরবি শেখার সুযোগ নিশ্চিত করা।
- সিসিটিভি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক মনিটরিং ও নিরাপত্তার ব্যবস্থা।

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,
ড. আব্দুল বাসির বিন নওশাদ
পিএইচডি, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদি আরব।
মোবাইল: +8801748707430
ই-মেইল: abdulbasir27@gmail.com