About The Founder
শাইখ ড. আব্দুল বাসির বিন নওশাদ
মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের (কোর্স ওয়ার্ক অব পিএইচডি)-তে সম্মিলিত মেধা তালিকায় ৩য় স্থান অধিকার করে পুরস্কৃত হন এবং মেধার স্বাক্ষর রেখে সর্বোচ্চ গ্রেডمُمْتَازٌ مَعَ مَرْتَبَةِ الشَّرَف الأُوْلَى জিপিএ-৫ (এক্সিলেন্ট উইথ ফাস্ট ক্লাস অনার্স) পেয়ে تَعْظِيْمُ الْقُرْآنِ الْكَرِيْمِ وَآثَارُهُ فِي الدَّعْوَةِ إِلَى الله)) ‘কুরআনুল কারীমের প্রতি সম্মান ও ইসলামী দাওয়াতে-এর প্রভাব’ শীর্ষক অভিসন্দর্ভের ওপর পিএইচডি ডিগ্রী অর্জন করেন।
একই বিশ্ববিদ্যালয়ের (আদ-দাওয়াহ এন্ড থিওলজী) অনুষদ থেকে কৃতিত্বের সাথে অনার্স (ফার্স্ট ক্লাস) এবং ‘আদ-দাওয়াহ এন্ড ইসলামিক কালচার’ বিভাগ থেকে কৃতিত্বের সাথে মাস্টার্স ও এমফিল ডিগ্রী অর্জন করেন এবং মেধার স্বাক্ষর রেখে (ফার্স্ট ক্লাস ফোর্থ) অর্জন করে পুরস্কৃত হন। তার এমফিলের বিষয় (الدَّعْوَةُ الْإِسْلَامِيَّةُ فِي بَنْغلَادِيْش: مُعَوِّقَاتُهَا وَسُبُلُ عِلَاجِهَا) ‘বাংলাদেশে ইসলামী দাওয়াহ: প্রতিবন্ধকতা ও প্রতিকার’।
তিনি মদীনায় থাকাকালীন বাংলাভাষা-ভাষীদের মধ্যে বিশুদ্ধ জ্ঞান ও দাওয়াত প্রসারের লক্ষ্যে মদীনা ইসলামিক সেন্টারে ১৫ বছর এবং বাক্বিউল গারক্বাদে ১২ বছর সরকারী অনুবাদক ও দাঈ নিযুক্ত ছিলেন।
বর্তমানে ‘কুল্লিয়াতুল কুরআনিল কারীম ওয়াদ-দিরাসাতিল ইসলামিয়্যাহ’ উত্তরা, ঢাকা –এর সহকারী অধ্যাপক ও একাডেমিক প্রধানের দায়িত্বে আছেন।

শাইখ ড. আব্দুল বাসির বিন নওশাদ
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
ডক্টর আব্দুল বাসীর আল মাদানী
📝 জন্মস্থান ও বসতবাড়ি
আব্দুল বাসির বিন নওশাদ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অন্তর্গত দুরশিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তবে জন্মের দু’বছরের মাথায় স্বপরিবারে নওগাঁ জেলার পোরশা থানার অন্তর্গত কোচন্না গ্রামে স্থানান্তরিত হয়ে সেখানেই স্থায়ী হন।
📝 শিক্ষা
শিক্ষায় হাতেখড়ি তার পিতার কাছেই। প্রাইমারী শিক্ষা দুবইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা লাভ নওগাঁ জেলার অন্তর্গত নিয়ামতপুর থানার ‘মাকলাহাট দারুল কুরআন ইসলামিয়া’ মাদ্রাসায়। এরপর পড়াশুনা করেন একই থানার রসূলপুর রহমানিয়া মাদ্রাসায়।
অতঃপর আরবী ভাষা এবং উচ্চশিক্ষা লাভের জন্য ঢাকা গমন করেন। ‘ইসলামী ঐতিহ্য সংরক্ষণ সংস্থা’র অধীনে ‘হায়ার ইনস্টিটিউট ফর ইসলামিক স্টাডিজ’ প্রতিষ্ঠান থেকে আরবী ভাষা ও ইসলামী শরীয়ার উপর হায়্যার ডিপ্লোমা ডিগ্রি অর্জন এবং সম্মিলিত মেধা তালিকায় ২য় স্থান অধিকার করেন। এ কৃতিত্ব অর্জনের জন্য ‘রিভাইভ্যাল অব ইসলামিক হেরিটেজ সোসাইটি কুয়েত’ তাদের নিজস্ব প্রতিষ্ঠানে (ঢাকা-গাজীপুরে) আরবী ভাষা ও সাহিত্য বিষয়ে শিক্ষক পদে নিয়োগ দান করেন। এ সময় তিনি শিক্ষকতার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে দাওয়াতী কাজেও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
📝 উচ্চশিক্ষার জন্য বিদেশ সফর
২০০৪ সালে সৌদী আরব সরকার কর্তৃক প্রদত্ত স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষার জন্য বিশ্বের শ্রেষ্ঠতম ইসলামী বিদ্যাপীঠ ‘মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে’ পাড়ি জমান। সেখানে ‘আদ-দাওয়াহ এন্ড থিওলজী’ অনুষদে ২০০৮ সালে কৃতিত্বের সাথে (ফার্স্ট ক্লাস) পেয়ে অনার্স সমাপ্ত করেন এবং মাস্টার্স করার সৌভাগ্য অর্জন করেন। অতঃপর ২০১৪ সালে ‘আদ-দাওয়াহ এন্ড ইসলামিক কালচার’ বিভাগ থেকে কৃতিত্বের সাথে মাস্টার্স ও এমফিল ডিগ্রী অর্জন করেন এবং মেধার স্বাক্ষর রেখে (ফার্স্ট ক্লাস ফোর্থ) হওয়ার গৌরব অর্জন করে পুরস্কৃত হন। তার এমফিলের বিষয় ছিল: (الدَّعْوَةُ الْإِسْلَامِيَّةُ فِي بَنْغلَادِيْش: مُعَوِّقَاتُهَا وَسُبُلُ عِلَاجِهَا) তথা, ‘বাংলাদেশে ইসলামী দাওয়াহ: প্রতিবন্ধকতা ও প্রতিকার’।
অতঃপর মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পি.এইচ.ডি গবেষণায় সুযোগ পাওয়ার গৌরব অর্জন করেন এবং مَنْهَجِيَّةُ الدُّكْتُوْرَاه (কোর্স ওয়ার্ক অব পি.এইচ.ডি) তে বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত মেধা তালিকায় ৩য় স্থান অধিকার করে পুরস্কৃত হন এবং আবারো মেধার স্বাক্ষর রেখে সর্বোচ্চ গ্রেড (مُمْتَازٌ مَعَ مَرْتَبَةِ الشَّرَف الأُوْلَى জিপিএ-৫ (এক্সিলেন্ট উইথ ফাস্ট ক্লাস অনার্স) পেয়ে পি.এইচ.ডি. ডিগ্রী অর্জন করেন।
তার পিএইচ.ডি থিসিসের বিষয় ছিল: (تَعْظِيْمُ الْقُرْآنِ الْكَرِيْمِ وَآثَارُهُ فِي الدَّعْوَةِ إِلَى الله) ‘কুরআনুল কারীমের প্রতি সম্মান ও ইসলামী দাওয়াতে-এর প্রভাব’।
📝 তিনি দেশ-বিদেশের বহু শিক্ষক থেকে জ্ঞানার্জন করেছেন। তার উল্লেখযোগ্য শিক্ষকবৃন্দ
দেশীয় শিক্ষকবৃন্দ:
১. শাইখ আব্দুল খালেক সালাফী -হাফেযাহুল্লাহ- (নওগাঁ)।
২. শাইখ আকরামু্জ্জামান বিন আব্দুস সালাম মাদানী -হাফেযাহুল্লাহ- (ঠাকুরগাঁ)।
৩. মাওলানা শুআইবুর রহমান (বোর্ড) -রাহিমাহুল্লাহ- (চাঁপাইনবাবগঞ্জ)।
৪. শাইখ আকমাল হুসাইন মাদানী -হাফিজাহুল্লাহ- (চাঁপাইনবাবগঞ্জ)।
৫. মাওলানা রেজাউল করীম -হাফিজাহুল্লাহ- (চাঁপাইনবাবগঞ্জ)।
৬. কারী মুজাফফর সাহেব -হাফিজাহুল্লাহ- (নওগাঁ)।
৭. মাওলানা জার্জিস সাহেব -হাফিজাহুল্লাহ- (নওগাঁ)।
৮. মাওলানা সাদেকুল ইসলাম -হাফিজাহুল্লাহ- (নওগাঁ)।
৯. মাওলানা জালালুদ্দীন হাফিজাহুল্লাহ- (চাঁপাইনবাবগঞ্জ)।
১০. মাওলানা মুঞ্জুরুদ্দীন -রাহিমাহুল্লাহ- (চাঁপাইনবাবগঞ্জ)।
বিদেশী শিক্ষকবৃন্দ:
১. শাইখ আল্লামা আব্দুল মুহসিন আব্বাদ -হাফিজাহুল্লাহ- (মদীনা)।
২. শাইখ আব্দুর রাযযাক বিন আব্দুল মুহসিন আব্বাদ -হাফিজাহুল্লাহ- (মদীনা)।
৩. শাইখ মুহাম্মদ আল-মুখতার আশ-শানকীতি -হাফিজাহুল্লাহ- (মদীনা)।
৪. শাইখ ইব্রাহীম বিন আমের রুহাইলী -হাফিযাহুল্লাহ- (মদীনা)।
৫. শাইখ সুলাইমান সালীমুল্লাহ রুহাইলী -হাফিযাহুল্লাহ- (মদীনা)।
৬. শাইখ আব্দুল মুহসিন আল-কাসেম -হাফিযাহুল্লাহ- (মদীনা)।
৭. শাইখ শাযলী রিফ‘আত উসমান -হাফিযাহুল্লাহ- (সুদান)।
৮. শাইখ কামাল হাসান ইউনুস -হাফিযাহুল্লাহ- (সুদান)।
৯. শাইখ ইসমাঈল আব্বাস খার্বুশ -হাফিযাহুল্লাহ- (আলজেরিয়া)।
১০. শাইখ আবূ আব্দিল্লাহ বাসেম আশ-শারীফ -হাফিযাহুল্লাহ- (ইরাক)।
১১. শাইখ আব্দুর রহীম মুহাম্মদ আল-মুগাদ্দাবী -হাফিযাহুল্লাহ- (মদীনা)।
১২. শাইখ আব্দুর রব নওয়াব উদ্দীন -হাফিযাহুল্লাহ- (মদীনা)।
১৩. শাইখ গাজী গাজ্জায়ী আল-মুতাইরী -হাফিযাহুল্লাহ- (মদীনা)।
১৪. শাইখ আব্দুল আযীয আর-রাইয়িস -হাফিযাহুল্লাহ- (রিয়াদ) প্রমুখ।
📝 বিভিন্ন একাডেমিক কনফারেন্সসমূহে অংশগ্রহণ
তিনি গবেষণার পাশাপাশি একাধিক একাডেমিক কনফারেন্সে অংশগ্রহণ করেন। তন্মধ্যে উল্লেখযোগ্য- ‘সৌদী আরবে উচ্চশিক্ষার্থী ছাত্র-ছাত্রী ষষ্ঠ কনফারেন্স ১৪৩৬ হিজরী, ‘আল্লামা আব্দুর রহমান নাসের সাদী-এর ইলমী ও দাওয়াতী ক্ষেত্রে অবদান শীর্ষক কনফারেনন্স, ‘একতাবদ্ধ বাস্তবায়ন এবং দলাদলি ও বিভক্তি বর্জন শীর্ষক কনফারেন্স।
📝 ইসলামিক প্রশিক্ষণ কোর্সসমূহে অংশগ্রহণ
তিনি দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববরেণ্য ইসলামিক স্কলার ও স্বনামধণ্য বিভিন্ন প্রতিষ্ঠানে সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, ত্রিমাসিক বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করেন। মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে মদীনা বা আশেপাশে কোন শায়খের কোর্স হয়েছে আর তিনি সেখানে অংশগ্রহণ করেননি এমনটি নাই বললেই চলে। যেমন:
১. ‘উলূমুল কুরআন কোর্স’ তিন মাস ব্যাপী।
২. ‘আক্বীদা বিষয়ক’ কোর্স, তিন মাস ব্যাপী (দুইবার)।
৩. ‘আন্তঃধর্মীয় সংলাপ’ কোর্স।
৪. ‘সংলাপে যোগাযোগের দক্ষতা বিকাশ’ কোর্স।
৫. ‘আন্তঃব্যক্তিক দক্ষতা’ কোর্স।
৬. ‘সফল আধুনিক ট্রেন্ড অনুসাযায়ী ইসলামী অনুবাদ দক্ষতা প্রশিক্ষণ’ কোর্স।
৭. ‘বুদ্ধিগত বিচ্যুতির প্রতিহত দক্ষতা ও প্রয়োগ নীতি’ কোর্স।
৮. ‘একাডেমিক গবেষণা লেখা ও সূচীকরণ দক্ষতা বিষয়ক’ কোর্স।
৯. ‘হাজী সাহেব, উমরা ও যিয়ারতকারীদের সাথে আচরণ দক্ষতা’ কোর্স।
১০. ‘পবিত্র কুরআন অধ্যয়নের বুনিয়াদিনীতি ও দক্ষতা’ কোর্স।
১১. ‘আরবি ভাষা ও ইসলামী সংস্কৃতির শিক্ষকদের প্রশিক্ষণ কোর্স’।
১২. ‘হাদীস ও উলূমুল হাদীস সংক্রান্ত নিবিড় কোর্স’।
📝 উল্লেখযোগ্য কর্ম: ছাত্রজীবনেই তিনি অনেক সংকলন ও অনুবাদের খিদমাত আঞ্জাম দিয়েছেন। যেমন:
বাংলা ভাষায়:
১. আল কুরআন ও হাদীসের আলোকে ঈসা [আলাইহিস সালাম] -এর জীবন-কাহিনী- [৩০০ পৃ.]।
২. লা-ইলাহা ইল্লাল্লাহ’র শর্তসমূহ ও ইসলামী দাওয়াতে এর সম্পৃক্ততা- [১০০ পৃ.]।
৩. মুহাম্মাদ [সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম] সম্পর্কে ভ্রান্ত আক্বীদার নিরসন- [২০০ পৃ.]।
৪. তথাকথিত ইরানী ইসলামী বিপ্লবের অন্তরালে- [৮০ পৃ.]।
৫. সালাফী দাওয়াত পথ ও পদ্ধতি- [৩০০ পৃ.]।
৬. মদীনা মুনাওয়ারা (অনুবাদ)- [২৪০ পৃ.]।
আরবী ভাষায়: আরবি ভাষায় তিনি প্রায় নয়টি বই লিখেছেন। তন্মধ্যে-
৭. পিএইচডি, থিসিস: আল কুরআনুল কারীমের প্রতি সম্মান ও ইসলামী দাওয়াতে-এর প্রভাব (تَعْظِيْمُ الْقُرْآنِ الْكَرِيْمِ وَآثَارُهُ فِي الدَّعْوَةِ إِلَى الله) [৯৫০ পৃ.]।
৮. এমফিল থিসিস: বাংলাদেশে ইসলামী দাওয়াহ: প্রতিবন্ধকতা ও প্রতিকার (الدَّعْوَةُ الْإِسْلَامِيَّةُ فِي بَنْغلَادِيْش: مُعَوِّقَاتُهَا وَسُبُلُ عِلَاجِهَا) [১০৫০ পৃ.]। বইটি প্রকাশের অপেক্ষায়।
৯. (الاسْتِشْرَاق وَالتَّنْصِيْر: مَخَاطِرُهُمَا وَسُبُلُ التَّصَدِّي لَهُمَا) [১৬০ পৃ.]।
১০. (فِقْهُ الدَّعْوَةِ إِلَى اللهِ وَمَنْهَجُهَا القَوِيْم) [১৮০ পৃ.]।
১১. (أَثَرُ العِلْمَانِيَّة عَلىَ الدَّعْوَةِ الإِسْلَامِيَّةِ فِي بَنْغلَادِيْش وَسُبُلُ مُوَاجِهَتِهَا) [১২০ পৃ.]।
১২. (شُرُوْطُ لَا إِلَهَ إِلَّا اللهُ وَعَلَاقَتُهَا بِالدَّعْوَةِ إِلَى الله) [৮০ পৃ.]।
১৩. (أَنْشِطَةُ القَادْيَانِيَّةِ فِيْ بَنْغلادِيْش وَجُهُودُ العُلَمَاءِ فِيْ مُوَاجِهَتِهَا) [১৩০ পৃ.]।
১৪. (أَدْوَاتُ وَسَائِلِ الطِّبَاعَةِ وَالنَّشْرِ الْحَدِيْثِ وَأَهْمِيَّتُهَا فِيْ نَشْرِ الدَّعْوَةِ إِلَى اللهِ) [৬০ পৃ.]।
১৫. (زَكَاةُ الرِّكَازِ وَالْمَعَادِنْ) [৬৫ পৃ.]।
📝 দাওয়াতী কাজে অংশগ্রহণ
মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নের পাশাপাশি দাওয়াতী ময়দানেও তিনি মুখর ছিলেন। যেমন:
১. মদীনা ইসলামিক গাইডেন সেন্টারে ১৫ বছর দাঈ হিসেবে দায়িত্ব পালন।
২. বাক্বীউল গারক্বাদে ১২ বছর সরকারী অনুবাদক ও দাঈ হিসেবে দায়িত্ব পালন।
৩. মদীনা হাইকোর্টে বিভিন্ন মেয়াদে অনুবাদকের দায়িত্ব পালন।
৪. ‘খাদেমুল হারামাইন শরীফাইন হজ্জ-ওমরা গবেষণা ইনস্টিটিউট’-এ গবেষক হিসেবে দায়িত্ব পালন ১৪৩৪-১৪৩৬ হিজরী।
৫. সৌদী আরবে বিভিন্ন দাওয়াহ সেন্টারের আহব্বানে প্রবাসীদের উদ্দেশ্যে অসংখ্য বক্তব্য প্রদান।
৬. বিভিন্ন ইসলামিক গাইডেন সেন্টারের দাওয়াতী কর্মশালায় অংশগ্রহণ।
📝 বিভিন্ন শাস্ত্রে সনদসহ প্রাপ্ত ইজাযাসমূহ
বিশ্ববরেণ্য বহু সংখ্যক আলেম থেকে তিনি বিভিন্ন শাস্ত্রে সনদসহ ইজাযা প্রাপ্ত হয়েছেন। যা তার ইলমকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তন্মধ্যে তাফসীর, হাদীস ও উলূমুল হাদীস, আক্বীদা, ফিক্বহ ও উসূলে ফিক্বহ, ইলম-আখলাক এবং নাহু-বালাগাতসহ বিভিন্ন বিষয়ে তিনি সনদসহ ইজাযাহ প্রাপ্ত হন।
তাফসীর শাস্ত্রে সনদসহ ইজাযা:
১. তাফসীরুল কুরআনিল আল-আযীম, হাফেয ইবনু কাসীর (রাহিমাহুল্লাহ) রচিত।
• ইজাযত দাতা- শাইখ আবূ আব্দিল্লাহ বাসেম আশ-শারীফ আল-বাগদাদী।
২. তাইসীরুল কারীমির রহমান ফী তাফসীরি কালামিল মান্নান, আল্লামা আব্দুর রহমান আস-সাদী (রাহিমাহুল্লাহ) রচিত।
• ইজাযত দাতা- শাইখ আবূ আব্দিল্লাহ বাসেম আশ-শারীফ আল-বাগদাদী।
হাদীস ও উলূমে হাদীস শাস্ত্রে সনদসহ ইজাযা:
৩. সহীহ বুখারী, সহীহ মুসলিম, সুনানে আবী দাঊদ, সুনানে তিরমিযী, সুনানে নাসাঈ, সুনানে ইবনে মাজাহ, মুআত্ত্বা মালেক, মুসনাদে আহমাদ ও মুসনাদে দারেমী।
• ইজাযত দাতা- শাইখ ড. আব্দুল মুহসিন আল-কাসেম, ইমাম ও খত্বীব, মসজিদে নববী।
৪. আল কুতুবু আস সিত্তাহ ফিল হাদীস এবং ইমাম ত্বাহাবীর শারহু মাআনীল আসার।
• ইজাযত দাতা- শাইখ আবূ আব্দিল্লাহ বাসেম আশ-শারীফ আল-বাগদাদী।
৫. আল-আরবাউন আন-নবুবিয়্যাহ, ইমাম নববী (রাহিমাহুল্লাহ) রচিত।
• ইজাযত দাতা- শাইখ আবূ আব্দিল্লাহ বাসেম আশ-শারীফ আল-বাগদাদী।
৬. আল-আরবাউন আন-নবুবিয়্যাহ ওয়া যিয়াদাতু ইবনু রজব আলাইহা।
• ইজাযত দাতা- শাইখ ড. আব্দুল মুহসিন আল-কাসেম, ইমাম ও খত্বীব, মসজিদে নববী।
৭. ইক্তিযাউল ইলমে ওয়াল-আমাল, ইমাম খাত্বীব আল-বাগদাদী (রাহিমাহুল্লাহ) রচিত।
• ইজাযত দাতা- শাইখ ড. আব্দুল মুহসিন আল-কাসেম, ইমাম ও খত্বীব, মসজিদে নববী।
৮. আশ-শামায়েল আল-মুহাম্মাদিয়া, ইমাম তিরমিযী (রাহিমাহুল্লাহ) রচিত।
• ইজাযত দাতা- শাইখ ড. আব্দুল মুহসিন আল-কাসেম, ইমাম ও খত্বীব, মসজিদে নববী।
৯. আলফিয়াতুস সুয়ূত্বী ফী উলূমিল হাদীস, হাফেয আব্দুর রহমান সুয়ূত্বী (রাহিমাহুল্লাহ) রচিত।
• ইজাযত দাতা- শাইখ ড. আব্দুল মুহসিন আল-কাসেম, ইমাম ও খত্বীব, মসজিদে নববী।
১০. বুলূগুল মারাম, হাফেয ইবনে হাজার (রাহিমাহুল্লাহ) রচিত।
• ইজাযত দাতা- শাইখ আবূ আব্দিল্লাহ বাসেম আশ-শারীফ আল-বাগদাদী।
১১. মুক্বাদ্দামাতু ইবনে স্বলাহ, হাফেয ইবনে স্বলাহ (রাহিমাহুল্লাহ) রচিত।
• ইজাযত দাতা- শাইখ আবূ আব্দিল্লাহ বাসেম আশ-শারীফ আল-বাগদাদী।
১২. নুখবাতুল ফিকর ফী মুসত্বালাহি আহলিল আসার, হাফেয ইবনে হাজার (রাহিমাহুল্লাহ) রচিত।
• ইজাযত দাতা- শাইখ ড. আব্দুল মুহসিন আল-কাসেম, ইমাম ও খত্বীব, মসজিদে নববী।
১৩. আলফিয়াতুল ইরাকী ফী উলূমিল হাদীস, হাফেয আব্দুর রহিম ইরাকী (রাহিমাহুল্লাহ) রচিত।
• ইজাযত দাতা- শাইখ ড. আব্দুল মুহসিন আল-কাসেম, ইমাম ও খত্বীব, মসজিদে নববী।
১৪. আখলাকু হামালাতিল কোরআন, ইমাম আজর্রী (রাহিমাহুল্লাহ) রচিত।
• ইজাযত দাতা- শাইখ ড. আব্দুল মুহসিন আল-কাসেম, ইমাম ও খত্বীব, মসজিদে নববী।
আক্বীদা শাস্ত্রে সনদসহ ইজাযা:
১৫. উসূলুস সুন্নাহ, ইমাম আহমাদ (রাহিমাহুল্লাহ) রচিত।
• ইজাযত দাতা- শাইখ ড. আব্দুল মুহসিন আল-কাসেম, ইমাম ও খত্বীব, মসজিদে নববী।
১৬. উসূলুস সুন্নাহ, ইমাম আব্দুল্লাহ আল-হুমাইদী (রাহিমাহুল্লাহ) রচিত।
• ইজাযত দাতা- শাইখ ড. আব্দুল মুহসিন আল-কাসেম, ইমাম ও খত্বীব, মসজিদে নববী।
১৭. কিতাবুত তাওহীদ, ইমাম ইবনু মান্দাহ (রাহিমাহুল্লাহ) রচিত।
• ইজাযত দাতা- শাইখ ড. আব্দুল মুহসিন আল-কাসেম, ইমাম ও খত্বীব, মসজিদে নববী।
১৮. খালক্বু আফআলিল ইবাদ, ইমাম বুখারী (রাহিমাহুল্লাহ) রচিত।
• ইজাযত দাতা- শাইখ ড. আব্দুল মুহসিন আল-কাসেম, ইমাম ও খত্বীব, মসজিদে নববী।
১৯. কিতাবুল ঈমান, ইমাম আবূ উবাইদ কাসেম ইবনু সাল্লাম (রাহিমাহুল্লাহ) রচিত।
• ইজাযত দাতা- শাইখ ড. আব্দুল মুহসিন আল-কাসেম, ইমাম ও খত্বীব, মসজিদে নববী।
২০. আক্বীদা ত্বাহাবিয়্যা, ইমাম আবূ জাফর ত্বাহাবী (রাহিমাহুল্লাহ) রচিত।
• ইজাযত দাতা- শাইখ ড. আব্দুল মুহসিন আল-কাসেম, ইমাম ও খত্বীব, মসজিদে নববী।
২১. আক্বীদা ওয়াসিত্বিয়্যা, ইমাম ইবনু তাইমিয়্যা (রাহিমাহুল্লাহ) রচিত।
• ইজাযত দাতা- শাইখ ড. আব্দুল মুহসিন আল-কাসেম, ইমাম ও খত্বীব, মসজিদে নববী।
২২. আল-মাঞ্জুমা আল-হাইয়্যাহ, হাফেয আব্দুল্লাহ সিজিস্তানী (রাহিমাহুল্লাহ) রচিত।
• ইজাযত দাতা- শাইখ ড. আব্দুল মুহসিন আল-কাসেম, ইমাম ও খত্বীব, মসজিদে নববী।
২৩. লামআতুল ইতেকাদ, ইবনু কুদামা (রাহিমাহুল্লাহ) রচিত।
• ইজাযত দাতা- শাইখ ড. আব্দুল মুহসিন আল-কাসেম, ইমাম ও খত্বীব, মসজিদে নববী।
২৪. মুতুনুল ইমাম মুহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব রহিমাহুল্লাহ (নাওয়াকিযুল ইসলাম, আল-কাওয়াঈদুল আরবাআ, উসূলুস সালাসা ওয়া আদিল্লাতুহা এবং কিতাবুত তাওহীদ)।
• ইজাযত দাতা- শাইখ ড. আব্দুল মুহসিন আল-কাসেম, ইমাম ও খত্বীব, মসজিদে নববী।
২৫. উসূলুল ঈমান, ইমাম মুহাম্মদ ইবনু আব্দুল ওয়াহহাব (রাহিমাহুল্লাহ) রচিত।
• ইজাযত দাতা- শাইখ ড. আব্দুল মুহসিন আল-কাসেম, ইমাম ও খত্বীব, মসজিদে নববী।
২৬. কাশফুশ শুবহাত, ইমাম মুহাম্মদ ইবনু আব্দুল ওয়াহহাব (রাহিমাহুল্লাহ) রচিত।
• ইজাযত দাতা- শাইখ ড. আব্দুল মুহসিন আল-কাসেম, ইমাম ও খত্বীব, মসজিদে নববী।
২৭. ফাদলুল ইসলাম, ইমাম মুহাম্মদ ইবনু আব্দুল ওহহাব (রাহিমাহুল্লাহ) রচিত।
• ইজাযত দাতা- শাইখ ড. আব্দুল মুহসিন আল-কাসেম, ইমাম ও খত্বীব, মসজিদে নববী।
ফিক্বহ ও উসূলে ফিক্বহ শাস্ত্রে সনদসহ ইজাযা:
২৮. আল-উমদাহ ফীল আহকাম, হাফেয ইবনু কুদামা আল-মাকদেসী (রাহিমাহুল্লাহ) রচিত।
• ইজাযত দাতা- শাইখ ড. আব্দুল মুহসিন আল-কাসেম, ইমাম ও খত্বীব, মসজিদে নববী।
২৯. কাওয়াইদুল আকদ্ ওয়া-যাওয়াবিতুহু, প্রফেসর ড. খালেদ ইবনু আলী আল-মুশাইক্বিহ (হাফিজাহুল্লাহ) রচিত।
• ইজাযত দাতা- গ্রন্থকার নিজেই (প্রফেসর ড. খালেদ ইবনু আলী আল-মুশাইক্বিহ), শিক্ষক আল-কাসিম ইউনিভার্সিটি।
৩০. শুরুতুস স্বলাত, ইমাম মুহাম্মদ ইবনু আব্দুল ওয়াহহাব (রাহিমাহুল্লাহ) রচিত।
• ইজাযত দাতা- শাইখ ড. আব্দুল মুহসিন আল-কাসেম, ইমাম ও খত্বীব, মসজিদে নববী।
৩১. আল-ওরাকাত, ইমামুল হারামাঈন আল-জুআইনী (রাহিমাহুল্লাহ) রচিত।
• ইজাযত দাতা- শাইখ ড. আব্দুল মুহসিন আল-কাসেম, ইমাম ও খত্বীব, মসজিদে নববী।
ইলম-আখলাক, নাহু-বালাগাত শাস্ত্রে সনদসহ ইজাযা:
৩২. বায়্যানু ফাযলে ইলমিস সালাফে আলা ইলমিল খালাফ, হাফেয ইবনু রাজাব (রাহিমাহুল্লাহ) রচিত।
• ইজাযত দাতা- প্রফেসর ড. শাইখ হামেদ ইবনু আহমাদ আকরাম বুখারী, শিক্ষক মসজিদে নববী ও মদীনা ইসলামিক ইউনিভার্সিটি।
শাইখ ড. আব্দুল মুহসিন আল-কাসেম, ইমাম ও খত্বীব, মসজিদে নববী।
৩৩. মাঞ্জুমাতুল আলবেরী, ফকিহ আবূ ইসহাক ইব্রাহীম আলবেরী (রাহিমাহুল্লাহ) রচিত।
• ইজাযত দাতা- শাইখ ড. আব্দুল মুহসিন আল-কাসেম, ইমাম ও খত্বীব, মসজিদে নববী।
৩৪. বিররুল ওয়ালিদাইন, ইমাম বুখারী (রাহিমাহুল্লাহ) রচিত।
• ইজাযত দাতা- শাইখ ড. আব্দুল মুহসিন আল-কাসেম, ইমাম ও খত্বীব, মসজিদে নববী।
৩৫. আল-ফিইয়াতু ইবনে মালেক, আল্লামা মুহাম্মদ আন্দুলুসী (রাহিমাহুল্লাহ) রচিত।
• ইজাযত দাতা- শাইখ ড. আব্দুল মুহসিন আল-কাসেম, ইমাম ও খত্বীব, মসজিদে নববী।
৩৬. আল-আজরুমিয়্যা, মুহাম্মদ সিনহাজী (রাহিমাহুল্লাহ) রচিত।
• ইজাযত দাতা- শাইখ ড. আব্দুল মুহসিন আল-কাসেম, ইমাম ও খত্বীব, মসজিদে নববী।
৩৭. উনওয়ানুল হিকাম, আবুল ফাতহ আলী বুসতী (রাহিমাহুল্লাহ) রচিত।
• ইজাযত দাতা- শাইখ ড. আব্দুল মুহসিন আল-কাসেম, ইমাম ও খত্বীব, মসজিদে নববী।
মহান আল্লাহ তাঁর এই দ্বীনের খাদেমকে কবুল করুন। তার ইলম দ্বারা সকলকে উপকৃত হওয়ার তৌফীক দান করুন। আমীন!