
ডোনেট
প্রিয় দ্বীনি ভাই ও বোন!
আপনারা জানেন যে, এরূপ একটি প্রতিষ্ঠানের কার্যক্রম এগিয়ে নিতে, প্রারম্ভিক কিছু ব্যয়সহ একটি নিয়মিত মাসিক আর্থিক সংশ্লিষ্টতা রয়েছে, যা শুরুতে আমাদের জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ। এমতাবস্থায় আপনাদের কাছে উদাত্ত আহ্বান আমাদের এই মহতী উদ্যোগে আপনাদের দানের হাতকে প্রসারিত করবেন এবং আন্তর্জাতিক মানসম্পন্ন একটি প্রতিষ্ঠানকে সুদৃঢ়ভাবে এগিয়ে নিতে সহায়তা করবেন ইনশা-আল্লাহ। আল্লাহ সুবহানাহু তা’আলা আমাদের সকলের এই প্রচেষ্টাকে সাদাক্বায়ে যারিয়া হিসেবে কবুল করুন।
অনুদানের খাতসমূহ:
[নিচের যেকোনো খাতে আপনার অনুদান দিতে পারেন]
- সাধারণ অনুদান
- দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে সহায়তা
- দরিদ্র ও মেধাবী ছাত্র/ছাত্রীর জন্য সহায়তা
- দ্বীনের প্রচার-প্রসারে সহায়তা
- বই-পুস্তক, গবেষণাপত্র অনুবাদ ও প্রকাশনায় সহায়তা
- জনসেবামূলক কার্যক্রমে সহায়তা
- যাকাতের খাতে অনুদান
নিয়মিত সহায়তার জন্য নিচের লিংকে গুগোল ফরমটি পূরণ করুন:
রমাদানে দান করার শ্রেষ্ঠ সুযোগ
আপনার দান হতে পারে কারো জন্য রহমত!
নবী (সা.) বলেন,
“যে ব্যক্তি রমাদানে রোযাদারকে ইফতার করাবে, সে তার মতোই সওয়াব পাবে, তবে রোযাদারের সওয়াব কমানো হবে না” (তিরমিজি: ৮০৭)।
রমাদান শুধু রোযা রাখার মাস নয়, এটি দান-সদকা, ইবাদত ও নেক আমল বাড়ানোর মাস। এই মাসে আমাদের সামান্য দান কারো জীবনে হাসি ফোটাতে পারে।
আল্লাহ বলেছেন,
“যারা নিজেদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, তাদের দৃষ্টান্ত হলো একটি শস্যবীজের মতো, যা থেকে সাতটি শীষ গজায় এবং প্রতিটি শীষে একশত করে দানা থাকে” (সূরা আল-বাকারা: ২৬১)।
আসুন, আমরা রমাদানে দান করার মাধ্যমে আল্লাহর রহমত লাভের চেষ্টা করি।

অনুদান পাঠানোর মাধ্যম

Islami Bank Bangladesh LT. Uttara Branch, Uttara, Dhaka.
Name: Al-Ehsan International Institute
MSA No: 20502070205843301
Mobile No: +8801748707430

01748707430 (পার্সোনাল)

01748707430 (পার্সোনাল)