অধিক জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

কিভাবে সালাফী মানহাজে “আলিমা কোর্স”-এ রেজিস্ট্রেশন করবেন?

– ওয়েবসাইটের “কোর্সসমূহ” পেইজে যান।
– পছন্দের সালাফী মানহাজে “আলিমা কোর্স” নির্বাচন করুন।
– “Enroll Now” বাটনে ক্লিক করুন।
– প্রয়োজনীয় তথ্য পূরণ করে Submit করুন।
– পেমেন্ট সম্পন্ন করলে রেজিস্ট্রেশন কনফার্মেশন ইমেইল পাবেন।
– অথবা ফরম পূরণ শেষে প্রদত্ত “আলিমা কোর্স”-এর টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলেই রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।

কিভাবে “ডিপ্লোমা ইন আকীদা অ্যান্ড মানহাজ” কোর্সে রেজিস্ট্রেশন করবেন?

– ওয়েবসাইটের “কোর্সসমূহ” পেইজে যান।
– পছন্দের “ডিপ্লোমা ইন আকীদা অ্যান্ড মানহাজ” নির্বাচন করুন।
– “Enroll Now” বাটনে ক্লিক করুন।
– প্রয়োজনীয় তথ্য পূরণ করে Submit করুন।
– পেমেন্ট সম্পন্ন করলে রেজিস্ট্রেশন কনফার্মেশন ইমেইল পাবেন।
– অথবা ফরম পূরণ শেষে “আলিমা কোর্স” টেলিগ্রাম গ্রূপে যুক্ত হলেই রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।

আফটার স্কুল প্রোগ্রামে বাচ্চাদের জন্য কী কী কোর্স করানো হয়?

– শিশুদের আকীদা ও আখলাক কোর্স, আফটার স্কুল হিফয প্রোগ্রাম এবং বয়স উপযোগী ইসলামিক স্টাডিজ কোর্স।
– তিলাওয়াত ও তাজবীদ, হিফয, দুআ, মাসনূন আজকার, নবীদের কাহিনী, ইসলামী আদব-কায়দা শেখানো হয়।

আল-ইহসান -এর পূর্নাঙ্গ একাডেমিক কার্যক্রম কখন শুরু হবে?

– নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী আল-ইহসান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট-এর পূর্ণাঙ্গ একাডেমিক কার্যক্রম আগামী শিক্ষাবর্ষ-২০২৬ থেকে শুরু হবে ইনশা-আল্লাহ।
– বিস্তারিত সময়সূচি ও ঘোষণা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ও নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

একাডেমিক কার্যক্রমে কোনো স্কলারশীপ আছে কি?

– হ্যাঁ, মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য স্কলারশীপের ব্যবস্থা রয়েছে।
– নির্ধারিত নীতিমালা ও শর্ত অনুযায়ী আবেদনকারীদের মধ্য থেকে নির্বাচন করা হবে।

ক্যাম্পাসে অ্যাকাউন্ট খুলবেন কিভাবে?

– “Login” পেইজে যান।
– নাম, ইমেইল, পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করুন।
– লগইন করে নিজের ড্যাশবোর্ডে প্রবেশ করুন।

ফ্রি কোর্সে এনরোল করবেন কিভাবে?

– “কোর্সসমূহ” পেইজে গিয়ে “ফ্রি কোর্সসমূহ” ক্যাটাগরি নির্বাচন করুন।
– পছন্দের কোর্সে ক্লিক করে “Enroll Now” চাপুন।
– রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আপনার অ্যাকাউন্টে কোর্সটি যুক্ত হবে।

ক্যাম্পাসে পাসওয়ার্ড রিসেট করবেন কিভাবে?

– “Forgot Password” লিংকে ক্লিক করুন।
– ইমেইল দিয়ে সাবমিট করুন।
– আপনার ইমেইলে একটি পাসওয়ার্ড রিসেট লিংক পাঠানো হবে।
– লিংকে ক্লিক করে নতুন পাসওয়ার্ড সেট করুন।

কোর্স সম্পন্ন করার পর সার্টিফিকেট কীভাবে পাবেন?

– কোর্সের সব মডিউল এবং পরীক্ষা সম্পন্ন করুন।
– ফাইনাল পরীক্ষা উত্তীর্ণ হলে সার্টিফিকেট অপশনে ক্লিক করুন।
– বিদেশে অবস্থানরত শিক্ষার্থীরা পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন।
– দেশের শিক্ষার্থীরা হার্ডকপি প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে পারবেন।

অনলাইন লাইভ ক্লাসে যোগ দেবেন কিভাবে?

– “My Courses” সেকশনে যান।
– নির্ধারিত সময় অনুযায়ী “Live Class” লিংকে ক্লিক করুন।
– ক্লাস মাধ্যম: ইউটিউব, গুগল মিট অথবা টেলিগ্রাম লাইভ।
– রেজিস্ট্রেশনকৃত কোর্সের টেলিগ্রাম/হোয়াটসঅ্যাপ গ্রুপে লাইভ ক্লাসের লিংক শেয়ার করা হবে।
ইসলামিক স্কলারদেরকে প্রশ্ন করবেন কিভাবে?

ইসলামিক স্কলারদেরকে প্রশ্ন করবেন কিভাবে?

– “ask a salafi scholar” ফেসবুক গ্রুপে প্রশ্ন পাঠাতে পারবেন।
– উত্তর দেয়া হবে AEII (Al-Ehsan International Institute)-এর ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে।

পেমেন্ট ও রিফান্ড প্রসেস কিভাবে কাজ করে?

– বিকাশ, নগদ, রকেট ও ব্যাংকের মাধ্যমে ফি পরিশোধ করতে পারবেন।
– কোনো সমস্যা হলে “Support” সেকশনে যোগাযোগ করুন।
– নির্দিষ্ট সময়ের মধ্যে “Refund Policy” অনুসারে টাকা ফেরত পাবেন।

কোর্স সম্পর্কিত প্রশ্ন

কোন ধরনের কোর্স অফার করা হয়?

আমরা কুরআন, হাদীস, তিলাওয়াত-তাজবীদ, আকীদা-মানহাজ, তাফসীর, ফিকহ, উসূলে ফিকহ, উসূলে হাদীস, আরবি ভাষা, বালাগাহ, ইলমুল ফারায়েয, সীরাহ, ইসলামী ইতিহাস, দাওয়াহ এবং তারিখুদ দাওয়াহ সম্পর্কিত বিভিন্ন কোর্স অফার করি।

কোর্সগুলো কি অনলাইনে করা যাবে?

হ্যাঁ, আমাদের বেশিরভাগ কোর্স অনলাইনে উপলব্ধ। শিক্ষার্থীরা ঘরে বসেই এগুলো কোর্স সম্পন্ন করতে পারবেন।

কোর্স শেষে সার্টিফিকেট দেওয়া হয় কি?

হ্যাঁ, সফলভাবে কোর্স সম্পন্ন করলে শিক্ষার্থীদেরকে মানসম্মত সার্টিফিকেট প্রদান করা হবে।

ভর্তি সম্পর্কিত প্রশ্ন

কিভাবে ভর্তি হওয়া যাবে?

আমাদের ওয়েবসাইটে সংশ্লিষ্ট কোর্সের পেইজে গিয়ে “Enroll Now” বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য প্রদান করলেই ভর্তি হতে পারবেন।

ভর্তির জন্য কী কী যোগ্যতা প্রয়োজন?

প্রত্যেক কোর্সের বিস্তারিত তথ্যের মধ্যে প্রয়োজনীয় যোগ্যতা উল্লেখ থাকে।

ভর্তি ফি কত?

প্রত্যেক কোর্সের বিস্তারিত তথ্যের মধ্যে কোর্স ফি-এর পরিমাণ উল্লেখ করা আছে।

দান ও সাহায্য সম্পর্কিত প্রশ্ন

অত্র প্রতিষ্ঠানে কিভাবে দান করা যাবে?

– সরাসরি আমাদের অফিসে এসে দান করতে পারবেন।
– অথবা ওয়েবসাইটের “Donation” সেকশনে গিয়ে অনলাইনে দান করতে পারবেন।

দানের অর্থ কিভাবে ব্যবহার করা হয়?

দানের অর্থ প্রতিষ্ঠানের উন্নয়ন, সামর্থ্যহীন শিক্ষার্থীদের স্কলারশীপ প্রদান, দাওয়াহ কার্যক্রম এবং সমাজসেবামূলক কাজে ব্যবহার করা হয়।

দান করার জন্য কি কোনো ন্যূনতম পরিমাণ আছে?

না, আপনি যেকোনো পরিমাণ দান করতে পারেন। প্রতিটি দানই আমাদের জন্য মূল্যবান।

অনলাইন লার্নিং সম্পর্কিত

অনলাইন ক্লাস কিভাবে পরিচালিত হয়?

অনলাইন ক্লাস পরিচালিত হয় লাইভ ভিডিও কনফারেন্সিং এবং রেকর্ডেড লেকচারের মাধ্যমে।

ক্লাস মিস করলে কি লেকচার পাবো?

হ্যাঁ, লাইভ ক্লাস মিস করলে আপনি রেকর্ডেড লেকচার পাবেন।

আল-ইহসান এর অফিস টাইম কখন?

আমাদের অফিস সময় দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত।

🔶 Attention

কিছু শিক্ষার্থী ভাইয়ের অনুরোধে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের কোর্সের ক্লাস আর কিছুদিন পর শুরু করবো ইনশাআল্লাহ। আমরা সকলকে নিয়ে আমাদের ক্লাসগুলো শুরু করতে চাই। সে পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধারণ করুন। আপনারা যারা বই পেয়েছেন তারা চাইলে নিজে নিজে কিছুটা পড়ে আগিয়ে রাখতে পারেন। তাহলে ক্লাসের সময় বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ।

 

বইয়ের আরবি ও বাংলা PDF কোর্স ফাইল সেকশনে দেয়া থাকবে ইনশাআল্লাহ।

🔶 Attention

কিছু শিক্ষার্থী ভাইয়ের অনুরোধে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের নতুন সেমিস্টারের ক্লাসগুলো আর কিছুদিন পর শুরু করবো যাতে সকলেই রেজিস্ট্রেশন করতে পারেন। আমরা আপনাদের সকলকে নিয়ে আমাদের ক্লাসগুলো শুরু করতে চাই। যারা কন্টিনিউ করতে আগ্রহী তারা ক্লাস শুরুর আগেই রেজিস্ট্রেশন করে নিন।