অধিক জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

কিভাবে ডিপ্লোমা কোর্সে রেজিস্ট্রেশন করবেন?

– ওয়েবসাইটের “Courses” পেইজে যান।
– পছন্দের “Diploma Course” নির্বাচন করুন।
– “Enroll Now” বাটনে ক্লিক করুন।
– প্রয়োজনীয় তথ্য পূরণ করে Submit করুন।
– পেমেন্ট সম্পন্ন করলে রেজিস্ট্রেশন কনফার্মেশন ইমেইল পাবেন।

ক্যাম্পাসে অ্যাকাউন্ট খুলবেন কিভাবে?

– “Sign Up” পেইজে যান।
– নাম, ইমেইল, পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করুন।
– ইমেইল ভেরিফিকেশন সম্পন্ন করুন।
– লগইন করে নিজের ড্যাশবোর্ডে প্রবেশ করুন।

ফ্রি কোর্সে এনরোল করবেন কিভাবে?

– “Courses” পেইজে গিয়ে “Free Courses” ক্যাটাগরি নির্বাচন করুন।
– পছন্দের কোর্সে ক্লিক করে “Enroll Now” চাপুন।
– রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আপনার অ্যাকাউন্টে কোর্সটি যুক্ত হবে।

ক্যাম্পাসে পাসওয়ার্ড রিসেট করবেন কিভাবে?

– “Forgot Password” লিংকে ক্লিক করুন।
– ইমেইল দিয়ে সাবমিট করুন।
– আপনার ইমেইলে একটি পাসওয়ার্ড রিসেট লিংক পাঠানো হবে।
– লিংকে ক্লিক করে নতুন পাসওয়ার্ড সেট করুন।

কোর্স সম্পন্ন করার পর সার্টিফিকেট কীভাবে পাবেন?

– কোর্সের সব মডিউল এবং পরীক্ষা সম্পন্ন করুন।
– ফাইনাল পরীক্ষা উত্তীর্ণ হলে সার্টিফিকেট অপশনে ক্লিক করুন।
– সার্টিফিকেট পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন।

অনলাইন লাইভ ক্লাসে যোগ দেবেন কিভাবে?

– “My Courses” সেকশনে যান।
– নির্ধারিত সময় অনুযায়ী “Live Class” লিংকে ক্লিক করুন।
– জুম/গুগল মিট/ইন-বিল্ট লাইভ স্ট্রিমিংয়ে সংযুক্ত হোন।

ইসলামিক স্কলারদের সাথে যোগাযোগ করবেন কিভাবে?

– “Ask a Scholar” পেইজ থেকে প্রশ্ন পাঠাতে পারবেন।
– লাইভ সেশনে অংশগ্রহণ করে সরাসরি প্রশ্ন করতে পারবেন।

পেমেন্ট ও রিফান্ড প্রসেস কিভাবে কাজ করে?

– পেমেন্ট গেটওয়ে দিয়ে ফি পরিশোধ করতে পারবেন (বিকাশ, রকেট, PayPal, ক্রেডিট কার্ড ইত্যাদি)।
– কোনো সমস্যা হলে “Support” সেকশনে যোগাযোগ করুন।
– নির্দিষ্ট সময়ের মধ্যে রিফান্ড পলিসি অনুসারে টাকা ফেরত পাবেন।

কোর্স সম্পর্কিত প্রশ্ন

কোন ধরনের কোর্স অফার করা হয়?

আমরা কুরআন তাফসীর, হাদীস, ফিকহ, আরবি ভাষা, ইলমুল ফারায়েজ, এবং দাওয়াহ সম্পর্কিত বিভিন্ন কোর্স অফার করি।

কোর্সগুলো কি অনলাইনে করা যাবে?

হ্যাঁ, আমাদের বেশিরভাগ কোর্স অনলাইনে উপলব্ধ। আপনি ঘরে বসেই এগুলো সম্পন্ন করতে পারেন।

কোর্স শেষে সার্টিফিকেট দেওয়া হয় কি?

হ্যাঁ, কোর্স সফলভাবে সম্পন্ন করলে আপনাকে একটি সার্টিফিকেট প্রদান করা হবে।

ভর্তি সম্পর্কিত প্রশ্ন

কিভাবে ভর্তি হওয়া যাবে?

আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন পেজে গিয়ে প্রয়োজনীয় তথ্য প্রদান করে ভর্তি হতে পারবেন।

ভর্তির জন্য কোন যোগ্যতা প্রয়োজন?

সাধারণত কোনো বিশেষ যোগ্যতার প্রয়োজন নেই। তবে কিছু কোর্সের জন্য প্রাথমিক ইসলামিক জ্ঞান থাকা আবশ্যক হতে পারে।

ভর্তি ফি কত?

ভর্তি ফি কোর্সের ধরনের উপর নির্ভর করে। আমাদের ওয়েবসাইটে প্রতিটি কোর্সের ফি উল্লেখ করা আছে।

দান ও সাহায্য সম্পর্কিত প্রশ্ন

একাডেমিকে কিভাবে দান করা যাবে?

আপনি আমাদের ওয়েবসাইটের “Donation” সেকশনে গিয়ে অনলাইনে দান করতে পারেন। এছাড়াও ব্যাংক ট্রান্সফারের মাধ্যমেও দান করা সম্ভব।

দানের অর্থ কিভাবে ব্যবহার করা হয়?

দানের অর্থ একাডেমির উন্নয়ন, বিনামূল্যে কোর্স প্রদান, এবং সমাজ সেবামূলক কাজে ব্যবহার করা হয়।

দান করার জন্য কি কোনো ন্যূনতম পরিমাণ আছে?

না, আপনি যেকোনো পরিমাণ দান করতে পারেন। প্রতিটি দানই আমাদের জন্য মূল্যবান।

অনলাইন লার্নিং সম্পর্কিত

অনলাইন ক্লাস কিভাবে পরিচালিত হয়?

অনলাইন ক্লাসগুলি লাইভ ভিডিও কনফারেন্সিং এবং রেকর্ডেড ভিডিও লেকচারের মাধ্যমে পরিচালিত হয়।

ক্লাস মিস করলে কি লেকচার পাবো?

হ্যাঁ, লাইভ ক্লাস মিস করলে আপনি রেকর্ডেড লেকচার পাবেন।

একাডেমির অফিস টাইম কখন?

আমাদের অফিস সময় সকাল ৯টা থেকে রাত ৮ টা পর্যন্ত, শনিবার থেকে বৃহস্পতিবার। শুক্রবার বন্ধ।

🔶 Attention

কিছু শিক্ষার্থী ভাইয়ের অনুরোধে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের কোর্সের ক্লাস আর কিছুদিন পর শুরু করবো ইনশাআল্লাহ। আমরা সকলকে নিয়ে আমাদের ক্লাসগুলো শুরু করতে চাই। সে পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধারণ করুন। আপনারা যারা বই পেয়েছেন তারা চাইলে নিজে নিজে কিছুটা পড়ে আগিয়ে রাখতে পারেন। তাহলে ক্লাসের সময় বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ।

 

বইয়ের আরবি ও বাংলা PDF কোর্স ফাইল সেকশনে দেয়া থাকবে ইনশাআল্লাহ।

🔶 Attention

কিছু শিক্ষার্থী ভাইয়ের অনুরোধে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের নতুন সেমিস্টারের ক্লাসগুলো আর কিছুদিন পর শুরু করবো যাতে সকলেই রেজিস্ট্রেশন করতে পারেন। আমরা আপনাদের সকলকে নিয়ে আমাদের ক্লাসগুলো শুরু করতে চাই। যারা কন্টিনিউ করতে আগ্রহী তারা ক্লাস শুরুর আগেই রেজিস্ট্রেশন করে নিন।